নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে রাতের আঁধারে পরকীয়া করতে গিয়ে প্রেমিকযুগল এলাকাবাসীর হাতে অবরুদ্ধের ঘটনা ঘটেছে। ১৩ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে উপজেলার কাকরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী রেখা বেগম (২৭) পার্শ্ববর্তী গ্রামের মাসুদ রানা (২৮) নামে অপর এক অবিবাহিত যুবকের সাথে গত প্রায় এক বছর যাবত পরকীয়ায় জড়িয়ে পড়ে। সুযোগ বুঝে তারা প্রায়সই গোপনে দেখা-সাক্ষাত এমনকি অভিসারে যেতো। বিষয়টি রেখার শ্বশুরবাড়ির লোকজন টের পেলে হাতেনাতে ধরার অপেক্ষায় থাকে। একপর্যায়ে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ সাক্ষাত করতে আগের দিন শনিবার দিবাগত রাতে প্রেমিকযুগল স্থানীয় এক কৃষকের লাউ ক্ষেতে যায়। এসময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা রেখার শ্বশুরবাড়ির লোকজন লাউ ক্ষেতে গিয়ে উভয়কে হাতেনাতে ধরে আটক করে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষ ভির জমায় অবরুদ্ধ যুগলকে দেখতে। রবিবার পর্যন্ত এ বিষয়ে পারিবারিকভাবে কোন সুরাহা না হওয়ায় এলাকাবাসীর প্রতিবাদের মুখে পুলিশ প্রেমিক মাসুদকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে রেখাকে বাদী করে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।