রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা মার্কার বিপুল চন্দ্র হাওলাদার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৬৫৯। দ্বিতীয় অবস্থানে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকের দিদার উদ্দিন আহম্মেদ মাসুম। তার প্রাপ্ত ভোট ৩২৩৫। এছাড়া ধানের শষী প্রতীক নিয়ে বিএনপি’র মনোনীত প্রার্থী হাজী হুমায়ন শিকদার তিনি ভোট পেয়েছেন ১৬০১ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ থেকে সেলিম মিয়া হাত পাখা নিয়ে তিনি ৬৬৯ ভোট পেয়েছেন। এ ফলাফল নিশ্চিত করেছেন সহকারী রির্টানিং কর্মকর্তা আবদুর রশিদ।
রবিবার অনুষ্ঠিত কলাপাড়া পৌর নির্বাচনে ১২ হাজার ৮শ‘ ৯১ জন ভোটারের বিপরীতে চারজন প্রার্থী মেয়র পদে অংশ গ্রহণ করেছিলেন। সাধারন কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা আবদুর রশিদ বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে।