এন.এ জাকির, বান্দরবান : বান্দরবান পৌর নির্বাচনে মেয়র পদে আবারো আওয়ামীলীগ প্রার্থী ইসলামী বেবী বিজয়ী হয়েছেন। ৯ হাজার ৫৬১ ভোট পেয়ে বেসরকারীভাবে দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী জাবেদ রেজা পেয়েছেন ৪ হাজার ৫৩৩ ভোট।
রবিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়।
এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীসহ চার স্তরের নিরাপত্তা বলয় জোরদার করে নির্বাচন কমিশন। ১৩টি কেন্দ্রে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ জন জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজ করেছেন। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে ছিল পুলিশের ৫, বিজিবির ৪ ও র্যাবের ৩টি মোবাইল টিম।
উল্লেখ্য, পৌর নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি ছাড়াও জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের মো: শাহজাহান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত নারিকেল গাছ প্রতিকে নাছির উদ্দিন ও সতন্ত্র প্রার্থী বিধান লালা মোবাইল ফোন প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধীতা করেন। অন্যদিকে সংরক্ষিত ১ আসনে আনারস প্রতিকে দীপিকা তঞ্চঙ্গ্যা (মনজু), সংরক্ষিত- ২ চশমা প্রতিকে শাহিনা আক্তার সানু এবং সংরক্ষিত- ৩ চশমা প্রতিকে এম্যাচিং নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছে ১নং ওয়ার্ডে নাছির উদ্দিন, ২নং ওয়ার্ডে মো: আলী, ৩নং ওয়ার্ডে অজিত দাশ, ৪নং ওয়ার্ডে ওমর ফারুক, ৫নং ওয়ার্ডে মংমংসিং, ৬নং ওয়ার্ডে সৌরভ দাশ শেখর, ৭নং ওয়ার্ডে হারুন সর্দার, ৮নং ওয়ার্ডে কামরুল হাসান বাচ্চু এবং ৯নং ওয়ার্ডে সেলিম রেজা।