1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

বান্দরবানে নৌকার প্রার্থী ইসলাম বেবী বিজয়ী

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

এন.এ জাকির, বান্দরবান : বান্দরবান পৌর নির্বাচনে মেয়র পদে আবারো আওয়ামীলীগ প্রার্থী ইসলামী বেবী বিজয়ী হয়েছেন। ৯ হাজার ৫৬১ ভোট পেয়ে বেসরকারীভাবে দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী জাবেদ রেজা পেয়েছেন ৪ হাজার ৫৩৩ ভোট।
রবিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়।
এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীসহ চার স্তরের নিরাপত্তা বলয় জোরদার করে নির্বাচন কমিশন। ১৩টি কেন্দ্রে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ জন জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজ করেছেন। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে ছিল পুলিশের ৫, বিজিবির ৪ ও র‌্যাবের ৩টি মোবাইল টিম।
উল্লেখ্য, পৌর নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি ছাড়াও জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের মো: শাহজাহান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত নারিকেল গাছ প্রতিকে নাছির উদ্দিন ও সতন্ত্র প্রার্থী বিধান লালা মোবাইল ফোন প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধীতা করেন। অন্যদিকে সংরক্ষিত ১ আসনে আনারস প্রতিকে দীপিকা তঞ্চঙ্গ্যা (মনজু), সংরক্ষিত- ২ চশমা প্রতিকে শাহিনা আক্তার সানু এবং সংরক্ষিত- ৩ চশমা প্রতিকে এম্যাচিং নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছে ১নং ওয়ার্ডে নাছির উদ্দিন, ২নং ওয়ার্ডে মো: আলী, ৩নং ওয়ার্ডে অজিত দাশ, ৪নং ওয়ার্ডে ওমর ফারুক, ৫নং ওয়ার্ডে মংমংসিং, ৬নং ওয়ার্ডে সৌরভ দাশ শেখর, ৭নং ওয়ার্ডে হারুন সর্দার, ৮নং ওয়ার্ডে কামরুল হাসান বাচ্চু এবং ৯নং ওয়ার্ডে সেলিম রেজা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com