আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিচ ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ ববিতা পারভীন (২৮) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গত (১৪ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ১১টা টায় ফুলবাড়ী থানার এসআই রওশন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীর নিজ বসত ঘরের খাটের নিচ থেকে ১০০ বোতল ফেন্সেডিলসহ আসামী ববিতাকে আটক করে। আটককৃত ববিতা পারভীন উপজেলা ১নং এলুয়াড়ী ইউনিয়নের খাজাপুর (পশ্চিমপাড়া) গ্রামের গোলজার হোসেনের স্ত্রী।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম জানান, আটককৃত ফেন্সিডিলে মুল্য আনুমানিক ৫০ হাজার টাকা হবে। আসামীর ববিতার বিরুদ্ধে ৩৬(১)এর ১৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।