1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

চিরনিদ্রায় শায়িত হলেন ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা শাহ মাজহারুল হান্নান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

হালুয়াঘাট (ময়মনসিংহ) : চিরনিদ্রায় শায়িত হলেন ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মাজহারুল হান্নান। সোমবার বাদ আসর শিমুলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সামাজিক কবরস্থানে দাফন করা হয় ।
মরহুমের কফিনে সালাম প্রর্দশন করেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) তানভির আহমেদ, থানার এস আই আতাউর রহমান নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
শাহ মাজহারুল হান্নান’র মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, আওয়ামীলীগের সভাপতি কবিরুল ইসলাম বেগ, সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ আলম, সম্পাদক জুটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট দর্পণ সম্পাদক মাহমুদ আব্দুল্লাহ সহ উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, রবিবার (১৪ই ফেব্রুয়ারী) রাত ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৮৬) বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শাহ মাজহারুল হান্নান ১৯৩৫ সালের ১৬ অক্টোবর উপজেলার কৈচাপুর ইউনিয়নের ভেকিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে গাজিরভিটা ইউনিয়নের শিমুলকুচি গ্রামে স্থায়ীভাবে বসবাস করছে তার পরিবার। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মিছিলে ছিলেন। ১৯৫৪ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন। এরপর তিনি হালুয়াঘাট থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পরে টানা ১৭ বছর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি যুদ্ধে অংশগ্রহন এবং মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com