নালিতাবাড়ী (শেরপুর) : রাষ্ট্রায়ত্ব পাটকল ও চিনিকল আধুনিকীকরণ এবং বহুমুখী করণ, পাট ও চিনি শিল্প রক্ষার দাবীতে মানব বন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা। একই সঙ্গে জেলা প্রশাসকের মাধ্যমে শিল্পমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) বেলা এগারোটায় নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর সদর শাখার সম্পাদক হুমায়ুন কবির খোকনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানা, ওয়ার্কার্স পার্টি নালিতাবাড়ী উপজেলা শাখার সম্পাদক সুলতান মিয়া, ক্ষেতমজুর ইউনিয়ন নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল হালিম, নকলা উপজেলা শাখার সভাপতি আলমাস শেখ, জাতীয় গার্হস্থ্য নারী ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি মনোয়ারা খাতুন লিলি, সম্পাদক রীতা রাণী পাল প্রমুখ বক্তব্য রাখেন।