হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে তৈলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রোমেছা খাতুন (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ফেব্র“য়ারী) ৬ টার দিকে উপজেলার (ময়মনসিংহ- হালুয়াঘাট) আঞ্চলিক সড়কে গাতি (বড়বিলা) নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রোমেছা খাতুন গাতি (বড়বিলা) এলাকার আরমান আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, নিহত রোমেছা খাতুন পাশ্ববর্তী ফুলপুর উপজেলা থেকে দুই সন্তান কে নিয়ে কেনাকেটা করে বাড়ি ফিরছিলেন। দুই সন্তান কে রাস্তা পার করার পর নিজে রাস্তা পার হওয়ার সময় বিপরীত থেকে আসা তৈলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুরো রাস্তায় যান চলাচল কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায়। পরে থানা পুলিশের সহযোগীতায় যান চলাচল স্বাভাবিক হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।