1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন

নতুন ৯ কাউন্সিলর নিয়ে গঠিত হবে বান্দরবান পৌর পরিষদ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

এন এ জাকির, বান্দরবান : বান্দরবান পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ ১২ জন কাউন্সিলরের মধ্যে ৯ জনই নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছে। এরমধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৬টি ওয়ার্ডে নতুন কাউন্সিলর এবং মহিলা সংরক্ষিত ৩ টি আসনেই নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছে। বিগত পৌর পরিষদ গুলোতে দুই তিন জন করে নতুন মুখ থাকলেও দীর্ঘদিন পর ৯ জন নতুন কাউন্সিলর নিয়ে গঠিত হতে যাচ্ছে বান্দরবান পৌর পরিষদ।
নতুন নির্বাচিত কাউন্সিলররা হলেন- ১নং ওয়ার্ডে সতন্ত্র থেকে মোহাম্মদ নাছির উদ্দিন ৪ নং ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক, ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থী মং মং সিং, ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থী হারুন সরদার, ৮নং ওয়ার্ডে স্বতন্ত্র থেকে কামরুল হাসান বাচ্চু এবং ৯নং ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থী সেলিম রেজা।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১, ২ ও ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী দীপিকা তঞ্চগ্যা ৪, ৫ ও ৬ নং ওয়াডে আওয়ামী লীগের প্রার্থী এমেচিং মার্মা ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী শাহানারা আক্তার শানু।
পুরাতন কাউন্সিলরদের মধ্যে রয়েছে ২নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী তিনি টানা ৪র্থ বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী অজিৎ কান্তি দাশ তিনিও টানা ৪র্থ বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী সৌরভ দাশ শেখর তিনি টানা তৃতীয়বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। পুরাতনদের মধ্যে বাদ পড়েছেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান খোকন তিনি টানা ৩ দফা পৌর কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন ১নং ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবু তিনি ২ দফা কাউন্সিলরের দায়িত্বে ছিলেন ৭নং ওয়ার্ডে নাগরিক পরিষদের প্রার্থী শামসুল হক শামু তিনিও দুই দফা কাউন্সিলরের দায়িত্বে ছিলেন এবার পরাজিত হয়েছেন।
উল্লেখ্য, বান্দরবান পৌরসভা নির্বাচনে ২য় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী। এছাড়াও নির্বাচনে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৯ জন, মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে ৬টি ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত ৩টি আসনে আওয়ামী লীগের মহিলা কাউন্সিলর প্রার্থী বিজয়ী হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com