ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জেনারেল আজিজ আহমেদের ভাই হারিছ আহমেদ ও আনিসের মুক্তি যথাযথ নিয়মেই দেওয়া হয়েছে। আল জাজিরার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, তার তদন্তভার পুলিশের কাছে আসলে অবশ্যই খতিয়ে দেখা হবে।’
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে নজরুল শিক্ষালয় আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পুলিশের ওয়েবসাইটে ওয়ান্টেড হিসেবে হারিসের নাম আছে, তা মূলত কমিউনিকেশন গ্যাপের কারণে। তাদের দুজনের বিষয়ে যে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু গোপন করেনি। বরং যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে কি না, সে বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর রেখেছে।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আল জাজিরা যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও ভিত্তিহীন। তা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ। গণমাধ্যমটি এ ধরনের উদ্ভট সব প্রতিবেদন আগেও করেছে। তারপরও আমরা ছেড়ে কথা বলছি না। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয়ভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত মামলাটির তদন্তের ভার পুলিশের কাছে আসেনি। এতটুকু বলতে পারি, আদালত আদেশ দিলে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজ-খবর নেওয়া হবে।’