রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কাল্ব) কলাপাড়া শাখার সহযোগীতায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি নকীব উদ্দিন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাল্ব বরিশাল অঞ্চলের ডিরেক্টর আ: মন্নান লোটাস, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা ফরিদ আহম্মেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাল্ব’র জেলা ব্যবস্থাপক মো: শাহিনুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ^াস, কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদৎ হোসেন বিশ^াস, সাবেক সভাপতি আবু ইউসুফ, কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সহ-সভাপতি নুরুল হক, কোষাধ্যক্ষ আবুল বশার, ডিরেক্টর মোয়াজ্জেম হোসেন, সদস্য আবদুর রহমান জাফর, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম।
এসময় কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে লটারী বিজয়ী সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।