নালিতাবাড়ী (শেরপুর) : আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করতে বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম খোকার সমর্থনে এক মতবিনিময় সভা করেছে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক, মৎসজীবি লীগ ও স্থানীয় গণ্যমান্যরা।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা এ মতবিনিময় সভা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৫নং রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নের পানিহাটা মিশনারী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি খোরশেদ আলম খোকা। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নূর মোহাম্মাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান, ধর্ম সম্পাদক কাজী রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক রহুল আমিন, ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আয়নাল হক, সাধারণ সম্পাদক তমিজ উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়াও আওয়ামী লীগ নেতা শাহজাহানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও মৎসজীবি লীগের নেৃতৃবন্দ, স্থানীয় মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে প্রায় দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন ইউপি নির্বাচনে রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে খোরশেদ আলম খোকাকে সমর্থন করে সভার কার্যবিবরণীতে স্বাক্ষর করেন।