এন এ জাকির, বান্দরবান : ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুয়ালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পার্বত্য মন্ত্রীর সহধর্মিনী মেহ্লা প্রু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারটি উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য তিং তিং ম্যা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মং ক্য চিং চৌধূরী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মার্মা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: তাজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, সহসভাপতি আশীষ বড়–য়া, সাধারণ সম্পাদক জনি সুশীলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
জানা গেছে, সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে কেন্দ্রীয় ছাত্রলীগের ধর্ম বিষয়ক উপ দপ্তর সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর সুয়ালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুরোধে নিজ খরচে প্রায় ১ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ে প্রাঙ্গনে এ শহিদ মিনারটি নির্মাণ করে দেন। নতুন নির্মিত এ শহীদ মিনারে ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথমবারের মত ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সুয়ালক স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। নিজেদের বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় দীর্ঘদিন ধরে তারা প্রতীকি শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছিল। তাই এবার নিজেদের বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারায় খুশি শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।