নালিতাবাড়ী (শেরপুর): আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। শিক্ষক নেতা ফরিদ আহাম্মদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা।
আলোচনা শেষে ভাষা শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।