1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন

একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

  • আপডেট টাইম :: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

এন এ জাকির, বান্দরবান : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের সম্মানে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বান্দরবানের সর্বস্তরের জনগণ।
শনিবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এরপর একে একে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি, জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা পুলিশ সুপার জেরিন আক্তার সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মা বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী।
পরে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয়তাবাদী মহিলা দলসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এসময় শহিদ মিানর প্রাঙ্গনে ভাষা শহিদদের স্মরনে কবিতা আবৃত্তি সঙ্গীত পরিবেশন করেন বান্দরবানের স্থানীয় শিল্পীরা। পরে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com