আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের জালালাবাদে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) তাদের গুলি করা হয়। নিহত তিন জন জালালাবাদের বেসরকারি এনিকাস টিভি স্টেশনে কাজ করতেন।
বিবিসির খবরে বলা হয়েছে, দুর্বৃত্তদের গুলিতে নিহত ওই তিন সাংবাদিকের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও এক নারী সাংবাদিক আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, প্রধান হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তালেবানের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। তবে তালেবানের পক্ষ থেকে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।
এনিকাস টিভি স্টেশনের প্রধান জালমাই লতিফি জানিয়েছেন, সম্প্রতি ডাবিং বিভাগে যোগদান করেছিলেন ওই তিন নারী কর্মী। অফিস থেকে পায়ে হেঁটে বাড়িতে ফেরার সময় তাদের গুলি করে হত্যা করা হয়।