1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

বান্দরবানে নানা আয়োজনে ৭ই মার্চ পালিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

এন এ জাকির, বান্দরবান : বান্দরবানে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। দিবসটি উপলক্ষ্যে রবিবার (৭ মার্চ) সকালে জেলা শহরের মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ দলের নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসনের আয়োজনে শহরের মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান আবদুর রহিম চৌধুরীসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতারা।
পরে বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজিত কবিতা ও নৃত্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পার্বত্য মন্ত্রী।
এদিকে বিকেলে বাংলাদেশ অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে জাতি সংঘের চুড়ান্ত সনদ সুপারিশ প্রাপ্ত হওয়ায় কেক কেটে আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পুলিশ বান্দরবান সদর থানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পুলিশ সুপার জেরিন আকতারের সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যের মধ্যে জেলাপ্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর,আঞ্চলিক পরিষদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুর রহমান কাজল কান্তি দাশসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতির সুপাশি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com