1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

ফুলবাড়ীতে দুই মাদক কারবারি আটক

  • আপডেট টাইম :: বুধবার, ১০ মার্চ, ২০২১

আল হলোল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযোনে ৬০০ পিচ ইয়াবা ও একটি রেজিস্ট্রেশন বিহীন হিরো গ্লামার মোটরসাইকেলসহ দুইজন মাদককরাবারিকে আটক করা হয়েছে।
গত সোমবার রাত ১১টায় ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের মোকলেসারের মোড়নামকস্থান হতে একটি রেজিস্ট্রেশন বিহীন হিরো গ্লামার মোটরসাইকেলসহ ১নং আসামী দিনাজপুর কোতয়ালী থানার উপশহর এলাকার মৃত রোস্তম আলীর পুত্র রেজাউল ইসলাম রেজা (৪০) এবং ২নং আসামী বিরামপুর উপজেলার দামোদার পুর বাশিপাড়া গ্রামের বাবু  মণ্ডলের পুত্র মো. সোহেল রানা (২২)কে আটক করে ফুলবাড়ী থানা পুলিশ।
ফুলবাড়ী থানার অফিসার র্ইন্চাজ মো.ফখরুলইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আরিফুজ্জামান তার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে মাদক ও মোটরসাইকেলসহ আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে ২০১৮ এর ৩৬(১) ১০(ক) ধারায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেমামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com