স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কেক কেটা, আলোচনা সভা ও আনন্দ র্যালী করে আনন্দ উদযাপন করেছে থানা পুলিশ।
৭ই মার্চ রোববার বিকালে থানা প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোর্শেদ আনোয়ার খোকনসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। আলোচনা সভা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।