নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী পৌর শহরের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট আবুল হাশেম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১২ মার্চ শুক্রবার দিবাগত রাত আাইটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাযে জানাযা আজ শনিবার বাদ আছর তারাগঞ্জ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।
এদিকে আবুল হাশেমের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম গোবিন্দনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার ভাই বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবু তাহের আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। একইসঙ্গে একজন প্রতিভাবান রসায়নবিদ ও প্রসিদ্ধ শিক্ষক ছিলেন তিনি। লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন প্রায় দেড় যুগ আগে। বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেমও দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। এ দুই ভাই ছাড়াও মুক্তিযোদ্ধের সপক্ষে থাকা এ পরিবারটিতে রয়েছে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা।