রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শা উপজেলার নাভারণে পুকুরের পানিতে ডুবে শিহাব হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে নাভারণ দক্ষিণ বুরুজ বাগান গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিহাব দক্ষিণ বুরুজ বাগান গ্রামের রুহুল কুদ্দুস মন্টুর ছেলে।
শিশু শিহাবের পরিবার সূত্রে জানা যায়, বিকালে বন্ধুদের সাথে খেলতে যায় শিহাব। অনেক সময় পেরিয়ে গেলেও শিহাব বাড়িতে না ফেরায় সব জায়গায় খুঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সন্ধ্যায় শিহাবের নিথর মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে পথচারীরা খবর দিলে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন। এসময় শিহাবের পরিবার কান্নায় ভেঙে পড়লে মুহূর্তের মধ্যে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।