যশোর : যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ৪০ বোতল ফেনসিডিল, ৪৭০ গ্রাম গাঁজা ও জুয়া খেলার সময় ১হাজার ৫৮০ টাকাসহ ১১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে শার্শা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ডাবলু হোসেন (৪০) দাউদখালী (খালদ্ধার পাড়া), শার্শা, রফিক হাসান (২১), বড় হারিপুর, পার্বতীপুর, রাশেদুল ওরফে রাসেল (২৯), বাঘারপাড়া, মামুন ফকির (২৪), গড়খালী, দাকোপ, জিয়াউর রহমান (৪০), কৃষ্ণপুর, শার্শা, সাহেব আলী (২১), কৃষ্ণপুর, শার্শা, মুন্তাজুল (৩০), কৃষ্ণপুর, শার্শা, মমিন (৪৫), কৃষ্ণপুর, শার্শা, জাকির হোসেন (৩০), লক্ষণপুর, শার্শা, নাসিম উদ্দিন (২৫), লক্ষণপুর, শার্শা, রনি হোসেন (৩৩), রামভদ্রপুর, কলারোয়া, সাতক্ষীরা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার ও মাদক বেচাকেনার সময় ৪০ বোতল ফেনসিডিল, ৪৭০ গ্রাম গাঁজা এবং ১হাজার ৫৮০ টাকাসহ তাদের গ্রেফতার করা হয়।