1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

ইউপি নির্বাচন : নন্নীর চেয়ারে সম্ভাব্য প্রতিনিধি কে?

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ মার্চ, ২০২১

বাংলার কাগজ প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে ডজন ডজন চেয়ারম্যান প্রার্থীর নানারকম প্রচারণা চোখে পড়ছে। এরমধ্যে বেশিরভাগ প্রার্থী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশি। কিছু সংখ্যক প্রার্থী স্বতন্ত্র এবং দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি’র কিছু প্রার্থী রয়েছে। তবে মাঠজুড়ে আওয়ামী লীগ সমর্থক প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্যণীয়। এসব প্রার্থীর মধ্যে অনেকের জনপ্রিয়তা বলাচলে শুন্যের কোঠায়। অনেকেই আবার বেশ জনপ্রিয়। কেউবা দলের আনুগত্যের বাইরে থাকায় সমালোচিত কেউবা আনুগত্য মেনে চলায় প্রশংসিত। সে প্রেক্ষিতে নালিতাবাড়ীর কোন ইউনিয়নে দলীয় মনোনয়ন এবং সম্ভাব্য বিজয় কোন প্রার্থীর নাগালে তা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের অংশ হিসেবে আজ তোলে ধরা হলো ২নং নন্নী ইউনিয়নের নির্বাচনী হালচাল।
রাজনৈতিক গুরুৃত্বের দিক থেকে ২নং নন্নী ইউনিয়ন উপজেলার অন্যতম। ফলে এ ইউনিয়নে নির্বাচন-রাজনীতি সবসময় সকলের কাছে অধিক গুরুত্ব বহন করে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ ইউনিয়নে এ পর্যন্ত ৯জন প্রার্থীর প্রচারণা লক্ষ্য করা গেছে। এরা হলেন- বর্তমান চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন, জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হাই আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খোকন, বিএনপি ঘরাণার জাহাঙ্গীর আলম, রহুল আমীন, নজরুল ইসলাম ও কৃষক লীগ নেতা শামশাদ আলম সরকার।
এরমধ্যে বর্তমান চেয়ারম্যান রিটন বিএনপি ঘরাণার হলেও গেল নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ৩ হাজার ১৯৬ ভোট পেয়ে জয়লাভ করেন। ২ হাজার ৯৯৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিল্লাল হোসেন চৌধুরী। অন্যদিকে চেয়ারম্যান পদে থেকে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ১ হাজার ৩৮৫ ভোট পান আব্দুল হাই আজাদ।
একেএম মাহবুবুর রহমান রিটন পারিবারিকভাবেই বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান। তার দুই বোন দুটি উপজেলা বিএনপি’র উপজেলা পর্যায়ের নেত্রী। বড় ভাই মোস্তাফিজুর রহমান আব্দুল্লাহ স্থানীয় উপজেলা বিএনপি’র প্রথম সাড়ির নেতা। আরেক বড় ভাই একেএম মোখলেছুর রহমান রিপন জেলা বিএনপি’র প্রথম সাড়ির নেতা, সাবেক দুইবারের নন্নী ইউপি চেয়ারম্যান ও একবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান। তার পিতা ছিলেন স্থানীয় বিএনপি নেতা এবং ইউপি সদস্য ছিলেন। সবমিলিয়ে পারিবারিকভাবে এ ইউনিয়নে একটি উল্লেখযোগ্য ভোট ব্যাংক তাদের দখলে আগে থেকেই। ফলে যে কোন নির্বাচনে নন্নী ইউনিয়নে এ পরিবারের সমর্থন বা অংশগ্রহণ একটি ফ্যাক্ট হিসেবে কাজ করে। সেসব বিবেচনায় আসন্ন ইউপি নির্বাচনে রিটনের অবস্থান কোন অংশেই দূর্বল নয়। অনেকেই বলছেন নানা সমীকরণে দ্বিতীয়বারের মতো রিটন নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ডাঃ বিল্লাল হোসেন চৌধুরীর অবস্থান নানাদিক মিলিয়ে বরাবরই অন্যদের তুলনায় ঈর্শ্বণীয়। গেল নির্বাচনে একই দলের একাধিক বিদ্রোহী প্রার্থী হওয়ায় সামান্য ভোটের ব্যবধানে তিনি হেরে যান। একজন সুবক্তা, দলের শৃঙ্খলা মেনে চলা রাজনৈতিকতা, প্রতিবাদী ও যে কোন সংকটে মানুষের পাশে দাড়ানো এই তরুণ পারিবারিকভাবেও অনেকটা আওয়ামী লীগের শক্ত ভিতে রয়েছেন। তার বোন রাশিদা চৌধুরী কেন্দ্রীয় কৃষক লীগের সহ-মহিলা বিষয়ক সম্পাদক, চলচ্চিত্র পরিচালক জুলহাস চৌধুরী পলাশ বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চলচ্চিত্র বিষয়ক সম্পাদক, চলচ্চিত্র পরিচালক বজলুর রাশেদ চৌধুরী জয়বাংলা সাংস্কৃতিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন। এছাড়াও বিল্লাল হোসেন চৌধুরী বর্তমানে জেলা পরিষদের সদস্য, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি স্থানীয় সাংসদ মতিয়া চৌধুরীর আস্থাভাজন হওয়ায় পুনরায় দল তাকে প্রার্থী হিসেবে মনোনীত করবে এমনটা ইঙ্গিত দিয়েছে দলের নির্ভরযোগ্য সূত্র।
আওয়ামী লীগ থেকে আরও প্রার্থী থাকলেও দলীয় অবস্থান, গেল নির্বাচনগুলোতে তাদের ভূমিকা বিশেষ করে উপজেলা পরিষদ নির্বাচনে তাদের ভূমিকাসহ রাজনৈতিক নানা বিশ্লেষণে এখনও তাদের বিষয়টি ধোয়াশাচ্ছান্ন। যদিও সাবেক চেয়ারম্যান আব্দুল হাই আজাদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ এ দুই প্রার্থীর পারবারিক ও ব্যক্তিগত ইমেজ যথেষ্ঠ ভালো। তদুপরি দলীয় শৃঙ্খলাজনিত বিষয়ে তারা রয়েছেন হুমকীতে।
এছাড়াও বিএনপি ঘরাণার অন্য প্রার্থীরা প্রচারণা চালিয়ে এলেও দলীয় সমর্থন বা উল্লেখযোগ্য নিজস্ব ভোট বলয় না থাকায় শেষ পর্যন্ত তাদের ভাগ্য নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
তবে বিএনপি ঘরাণার প্রার্থীদের কেউ স্বতন্ত্র হিসেবে মাঠে থাকলে তা রিটন এর জন্য কিছুটা হুমকী বলে মনে করেন অনেকেই। অন্যদিকে আওয়ামী লীগ থেকে ছিটকে পড়ার ভয়ে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে কেউ বিদ্রোহী হবেন না বিষয়টি অনেকটা নিশ্চিত। কিন্তু এক্ষেত্রে অভিমানে মনোনয়ন বঞ্চিতরা আভ্যন্তরীণ মোর্চা তৈরি করে দলীয় প্রার্থীর জন্য হুমকীর বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না।
যোগ-বিয়োগ আর নানা সমীকরণের সবদিক মিলিয়ে শেষ পর্যন্ত বিল্লাল হোসেন চৌধুরী এবং মাহবুবুর রহমান রিটন আবারও প্রতিদ্বন্দ্বিতায় আসতে যাচ্ছেন- বিষয়টি বলাচলে একেবারেই নিশ্চিত।

ইউনিয়ন ওয়ারী ধারাবাহিক প্রতিবেদন চলবে…

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com