নকলা (শেরপুর) : ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ এনে নিজেদের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্যরা।
রবিবার (১৪ মার্চ) সকালে শেরপুরের নকলা উপজেলার ১নং গণপদ্দি ইউনিয়ন পরিষদপ্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গণপদ্দি ইউপি’র টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান শামছুর রহমান আবুলের বিরুদ্ধে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, ফেরদৌস আহম্মেদ ও সাইফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে অভিযোগ আনা হয়, চেয়ারম্যান শামছুর রহমান আবুল দীর্ঘ তিন বছর যাবত ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। ইউপি সদস্যদের প্রাপ্য ভিজিডি কার্ড, অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্ব ভাতা, পুষ্টি ভাতা, রেশন কার্ড, কোভিড-১৯ এর আনুসাঙ্গিক অনুদান, এলজিএসপি’র বরাদ্দ, কাবিখা ও কাবিটা কর্মসূচীসহ বিভিন্ন প্রকল্প ও বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। ভাতাসহ সরকারীভাবে প্রাপ্ত অন্যান্য সুযোগ-সুবিধা একাই খেয়াল-খুশি মতো বণ্টন ও নানা প্রকল্পে বরাদ্দের ক্ষেত্রে চেয়ারম্যান আবুল নিজেই বিল-ভাউচার করে উত্তোলনের পর আত্মসাৎ করছেন।
এদিকে স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের ভবন থাকার পরও চেয়ারম্যান ভবনে আসেন না। বছরে ২-১ বার তাকে দেখা যায়। নিজ এলাকায় তিনি একটি টিনসেডের ঘর করে সেখানেই পরিষদের সমস্ত কাজ করে থাকেন।
এসব অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুলের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী সব বণ্টন করে দিয়েছি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।