রফিকুল ইসলাম, যশোর : যশোরের বেনাপোল সীমান্তের বোয়ালিয়া গ্রাম থেকে ভারতে পাচারের সময় ৪পিচ স্বর্নের বার ও একটি মোটরসাইকেলসহ আব্দুল জলিল (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
রবিবার সকালে বেনাপোল সীমান্তের বোয়ালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটকৃত আসামি বেনাপোল ছোটআঁচড়া গ্রামের মহরম আলীর ছেলে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় ৪পিচ স্বর্নের বার ও একটি মোটরসাইকেলসহ আব্দুল জলিল নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। যার সিজার মূল্য ৩০লক্ষ টাকা।আটকৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।