শেরপুর : নালিতাবাড়ী উপজেলার ছাইচাকুড়া গ্রামের এক ইজিবাইক চালক উমর আলীকে অবহেলাজনিত হত্যার দায়ে হাফিজুর নামে এক যুবকের ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন এ রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা আদালতের পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৩১ মার্চ রাত ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও এলাকার রাস্তায় ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে যাচ্ছিলেন ছাইচাকুড়া গ্রামের উমর আলী। এসময় ইজিবাইক থামিয়ে উঠতে চায় ধোপাকুড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে হাফিজুরসহ কয়েকজন। কিন্তু উমর আলী ভয়ে তাদের গাড়িতে উঠাতে না চাইলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি হয়। এতে উমর আলী অসুস্থ হয়ে পড়লে গুরুতর অবস্থায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ছেলে আশরাফুল বাদী হয়ে হাফিজুরসহ ৩ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৪ সেপ্টেম্বর হাফিজুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন নালিতাবাড়ী থানার তৎকালীন এসআই মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনাটি পরিকল্পিত হত্যা না হলেও অবহেলাজনিত মৃত্যু বলে আদালতের কাছে প্রতীয়মান হওয়ায় হাফিজুরকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।