যশোর : সারা দেশের ন্যায় যশোরের শার্শায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের আয়োজন করে উপজেলা প্রশাসন। বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় শার্শা উপজেলা চত্বর থেকে এই ম্যারাথন দৌড় শুরু করা হয়।
এসময় ম্যারাথন দৌড়ে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে তিন কিলোমিটার ম্যারাথনে অংশ গ্রহন করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথিসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।