বাংলার কাগজ ডেস্ক : সাবেক চারবারের মন্ত্রী, তিনবারের সংসদ সদস্য ও বরেণ্য রাজনীতিবিদ সদা হাস্যোজ্জল ব্যক্তিত্ব অধ্যাপক আব্দুস সালামের মৃতুবার্ষিকী আজ (১৭ মার্চ)। ২০১১ সালের এইদিনে তিনি শেরপুরের নালিতাবাড়ী শহরস্থ নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অধ্যাপক আব্দুস সালাম ১৯৪২ সালে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নয়াবিল নি¤œমাধ্যমিক বিদ্যালয়, তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজ এবং সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) এমএ (অর্থনীতি) বিষয়ে শিক্ষা জীবন শেষ করে তিনি প্রথমে সুনামঞ্জ কলেজে এরপর জামালপুর আশেক মাহমুদ কলেজে অধ্যাপনা করেন। এছাড়াও তিনি এলএলবি কোর্স সম্পন্ন করেন।
১৯৭৯ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তৎকালীন জামালপুর-৭ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৬ সালে জাতীয়পার্টিতে যোগদান করে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসন থেকে অংশ নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য এবং ১৯৮৮ সালে চতূর্থ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৭৯ সালের ১৫ এপ্রিল জিয়াউর রহমানের মন্ত্রীসভায় স্বরাষ্ট্র উপমন্ত্রী হিসেবে যোগ দিয়ে ১৯৮১ সালের ৩০ মে পর্যন্ত এবং জিয়াউর রহমান শহীদ হলে আব্দুস সাত্তারের মন্ত্রীসভায় একই পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও হোসেইন মোহাম্মদ এরশাদের মন্ত্রীসভায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে কৃষি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার সময়ে নকলা-নালিতাবাড়ীতে অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়।