এ জি মুন্না, নীলফামারী: মেসার্স আজিজুল হক, মীরগঞ্জ হাট সারের গোডাউন হতে অর্থ আত্মসাৎকারী প্রকৃত অপরাধীকে আড়াল করে মিথ্যা অর্থ আত্নসাতের অন্যায় অভিযোগ প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছেন আজিজুল হক রাইস মিলস এর হিসাব কর্মকর্তা সাইফুল ইসলাম। মঙ্গলবার (১৬ মার্চ) রাত ৮টায় নীলফামারী সদর উপজেলার নতুন পুলিশ লাইন্স এর দেশ বাংলা খবর এর অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
তিনি অভিযোগ করেন, (আজিজুল হক রাইস মিলসের হিসাব কর্মকর্তা) মালিকের আদেশে আমাকে গত ২ জানুয়ারি মালের হিসাব ও ধানের মূল্য যাচাই করতে মালিকের অন্য গোডাউন মেসার্স আজিজুল হক সারের গোডাউনে যেতে হয়। গত ২ জানুয়ারি গোডাউনের হিসাব নিতে যাই কিন্তু খামাল না ভেঙ্গে পূর্বের হিসেবের জের ধরে দায়িত্ত্বরত বিক্রয় প্রতিনিধির (শাওন ও শাকিল) নিজের হাতে লিখিত হিসাব নিয়ে মালিককে হিসাব বুঝিয়ে দেই। হিসেবে গরমিল থাকায় মালিক আবার আমাকেসহ ৪ জনকে ঐ গোডাউনে পাঠায়। এতে গোডাউনে আবার গরমিল পাওয়া যায়। এতে গোডাউনের দায়িত্বরত কর্মচারী নিউ বাবু পাড়া ফাওজিয়া ইয়াসমিন জলীর ছেলে শাওন ও টুপামারী ইউনিয়নের টসা মামুদের ছেলে শাকিল ইসলাম বিনা প্রমাণে মালিক আজিজুল হককে বলেন, আমাকে সার বিক্রি করে টাকা দিয়েছে। কিন্তু আমি তাদের কাছ থেকে কোনো টাকা নেই নাই।
সাইফুল ইসলাম আরো বলেন, আমি ১৬ মার্চ সকাল ১০য় অফিস আসলে আমাকে ও মালিক পক্ষ মেসার্স আজিজুল হক সারের গোডাউনের কর্মচারী শাওনকে ডেকে পাঠায় এবং একটা রুমের মধ্যে আমাদের কথা বলতে বলে। সে সময় উপস্থিত ছিলেন মালিক এর ছেলে ও মালিকের অন্য কর্মচারীরা। এসময় আমাকে মার মুখে পড়তে হয়। আমি কোনো রকম সেখান থেকে বেঁচে যাই এবং বাহিরে আসলে শাওন এলাকার কিছু ছেলে নিয়ে আসে আমাকে মারতে এবং বলে তোমাকে খুন করব, গুম করবো বাড়ি থেকে তুলে নিয়ে আসব। পরে কোনো রকম বেচেঁ ফিরে আসি বাড়িতে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা।