1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

হালুয়াঘাটে ভালোবাসা ও শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফুলেল ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করেছে হালুয়াঘাটের সর্বস্তরের মানুষ। জন্মশতবার্ষিকীতে ফুলে ভরে উঠে উপজেলা পরিষদের সামনে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।

বুধবার সকালে ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সহকারী কমিশনার ভূমি তানভীর আহমেদ, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাসান, আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকনসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জাতির পিতার ম্যুরালের সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়।
এদিকে উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন, মুজিব শতবর্ষের ব্যাচ ধারণ, আলোচনা সভা, শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com