আমির হামজা আবিদ, মোংলা (বাগেরহাট) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন পরবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, উপজেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটলেন উপমন্ত্রী বুধবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি পৌর শহরের প্রধান সড়ক হয়ে মোংলা থানার সামনে শিশু পার্ক সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পার্পক অর্পন করে উপমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ। পরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যলয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প অর্পণ করেন উপমন্ত্রীসহ সকল বীর মুক্তিযোদ্ধারা। এরপর উপজেলা অফিসার্স ক্লাবের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একশ শিশুদের গায়ে বঙ্গবন্ধু ছবি সম্ভলিত টি শার্ট পরিধান করে তাদের সাথে নিয়ে কেক কেটে দিবসটি পালন করেন তিনি।
এ সময় নিজ হাতে শিশুদের মুখে বঙ্গবন্ধুর শুভ জন্মদিনের কেক তুলে দেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার রাজ বংশী, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হওলাদার, ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই, সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, কামরুজ্জামান জসিম, উৎপল কুমার মন্ডল, এস এম কবির, সবুজ হাওলাদার, বাহাদুর মিয়া সহ বীর মুক্তিযোদ্ধারা, সকল পৌর কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন স্কুলের কোমলমতি শিশু ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।