আমির হামজা আবিদ, মোংলা (বাগেরহাট) : মোংলা পোর্ট পৌরসভার প্রতিষ্ঠাকালীন বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোংলা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী প্রখ্যাত শ্রমিক নেতা রাজনীতিক শহীদ আব্দুল বাতেন’র ১৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
১৮ মার্চ বিকেল সাড়ে ৫টায় মোংলার কবরস্থান জামে মসজিদে মোংলা নাগরিক সমাজের আয়োজনে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক সাংবাদিক মোঃ নূর আলম শেখ। আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিক, শ্রমিক নেতা আব্দুস সালাম ব্যাপারী, ইউনুস মোল্লা প্রমূখ। আলোচনা সভা শেষে শ্রমজীবি-মেহনতি মানুষের নেতা শিক্ষানুরাগী সাবেক পৌর চেয়ারম্যান শহীদ আব্দুল বাতেন’র আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।