শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তাবায়িত কৃষক মাঠ স্কুলের কুমড়া জাতীয় ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮মার্চ) দুপুরে উপজেলার নারায়নখোলা পূর্বপাড়া এলাকায় কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. রোকসানা নাসরিন, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমীন, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুভিবাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিউল আলম লাভলু, স্থানীয় উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আলতাব আলীসহ স্থানীয় কৃষক/কৃষণীরা উপস্থিত ছিলেন।
এর আগে আইপিএম স্কুলের কৃষকদের দ্বারা তৈরি করা বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।