শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ স্কাউটস শ্রীবরদী উপজেলা শাখার ২৮ তম স্কাউট ও ৬২ তম স্কাউট ইউনিট লিডারের বেসিক কোর্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে শ্রীবরদী এম.এন.বি.পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে বাংলাদেশ স্কাউট শ্রীবরদী উপজেলা শাখার আয়োজনে ৫ দিন ব্যাপী বেসিক কোর্সের উদ্বোধন করা হয়। এতে সভাপতি হিসেবে কোর্সের শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার।
শ্রীবরদী উপজেলা স্কাউট শাখার সহ-সভাপতি ও বানিবাইদ এ.এ.এম.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, শ্রীবরদী এম.এন.বি.পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, স্কাউটার এ.এল.টি হাসান, আবুল হোসেন, নুরুল আমিন, সৈয়দা শাহনাজ, স্কাউটার আয়োর হোসেন, কিরণ বর্মণ, ২০ জন স্কাউট প্রশিক্ষক।
উল্লেখ্য, মাধ্যমিক পর্যায়ে (স্কাউট) ৪০ জন শিক্ষক ও প্রাথমিক পর্যায়ে (কাব) ৪০ জন। এবারই প্রথম শ্রীবরদীতে ১৮-২২ মার্চ ৫ দিনব্যাপী বেসিক কোর্স শুরু হয়েছে।