মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার : পূর্ব শত্রুতার জের ধরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারুয়া গ্রামের খলিনুস চিরানের উপর হামলা চালিয়েছে একই গ্রামের নুর ইসলামগংরা।
গত ১৪ মার্চ রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভারুয়া বাজারের মিলন মার্কেটের দেলোয়ারের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এতে খলিনুস চিরান মারাত্মকভাবে আহত হয়েছেন। তার বাম হাতের ১১টি ও উরুতে ৬টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে খলিনুস চিরান ঝিনাইগাতী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খলিনুস চিরান জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ ভারুয়া গ্রামের নুর ইসলামের সাথে বিরোধ চলে আসছিল। নুর ইসলাম বিভিন্ন সময় সুযোগ বুঝে তাকে মারপিট করবে বলে সুযোগ খুঁজতে থাকে। গত রবিবার খলিনুস চিরান ভারুয়া বাজারের মিলন মার্কেটে আসা মাত্রই নুর ইসলাম তার পুত্রদের সাথে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। একপর্যায়ে দা দিয়ে কোপ দিলে খলিনুসের বাম হাত কেটে যায়। এছাড়াও খলিনুসকে এলোপাথারিভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে এলাকাবাসী উদ্ধার করে তাকে ঝিনাইগাতী সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে খলিনুস বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।