1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

সোনারগাঁ থানার ওসিকে বদলি

  • আপডেট টাইম :: সোমবার, ৫ এপ্রিল, ২০২১

নারায়ণগঞ্জ: হেফাজত নেতা মামুনুল ইস্যুতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে বদলি করা হয়েছেন।

রোববার (৪ এপ্রিল) রাতে তাকে বদলি করা হয়। সোমবার (৫ এপ্রিল) সকালে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছরের ৫ অক্টোবর সোনারগাঁ থানার ওসির দায়িত্ব পান রফিকুল ইসলাম। তবিদুর রহমান জানান, ওসি রফিকুল ইসলামকে জনস্বার্থে বদলি করা হয়েছে।

উল্লেখ‌্য, গত শনিবার (৩ এপ্রিল) হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক এক নারীকে নিয়ে সোনারগাঁওয়ে ‘রয়েল রিসোর্ট’ নামে একটি অবকাশ কেন্দ্রে যান। ‘পরনারীকে নিয়ে রিসোর্টে উঠেছেন’— এমন সন্দেহে সেখানে তাকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে হেফাজত কর্মীরা গিয়ে মামুনুল হককে উদ্ধার করে নিয়ে যান।

এ ঘটনায় রোববার (৪ এপ্রিল) যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেয় হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের ১০ নম্বর অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ বাদী হয়ে এই অভিযোগ করেন।

এ সময় হেফাজতের নেতারা থানার ভেতরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে তারা ৭১ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বুলবুল আহমেদের মুঠোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। তারা সাংবাদিকদের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে থানার ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান। এ ঘটনার পর রোববার রাতেই ওসি রফিকুল ইসলামকে বদলি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com