চাঁদপুর: চাঁদপুরের সদর উপজেলার হানারচর এলাকার নৌকাডুবির ঘটনায় তিন জেলের লাশ উদ্ধার হয়েছে। আরও দুইজন নদীতে নিখোঁজ রয়েছেন।
হানারচর ইউপি চেয়ারম্যান হাজী ছত্তার রাঢ়ী জানান, রোববার (৪ এপ্রিল) দিবাগত রাতে ঝড় হয়। ওই সময় মাঝ নদীতে নৌকা ডুবে পাঁচ জেলে নিখোঁজ হয়। তারা গোবিন্দিয়া গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে তিনজনের লাশ ভেসে উঠেছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ জানান, সোমবার (৪ এপ্রিল) রাত ৯টায় মুনচুর আলী বেপারী (৩০), আজ সকাল ১১টার দিকে আলমগীর হাওলাদার (৩৮) ও মোহাম্মদ আলী দেওয়ানের (৪০) লাশ উদ্ধার করে নৌপুলিশ।
নিখোঁজ দুইজনের সন্ধানে অভিযান চলছে বলে জানান ওসি মোহাম্মদ আব্দুর রশিদ।