1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের ৫৩ নাবিকই মারা গেছে

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ৫৩ নাবিক নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ার সাবমেরিনের ভাঙা টুকরা সাগরের তলদেশে পাওয়া গেছে। সাবমেরিনটির সব নাবিকেরই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। রোববার দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে নৌবাহিনীর প্রধান ইউদো মারগোনো বলেন, ‘কেআরআই নাগালা ৪০২ এর ভগ্নাংশ পাওয়া গেছে… এটি তিন টুকরা হয়ে গেছে।’

সামরিক বাহিনীর প্রধান টিজাহজান্তো বলেছেন, ‘নৌযানটিতে থাকা ৫৩ জনের সবার মৃত্যু হয়েছে।’

কর্তৃপক্ষ জানিয়েছে, সিঙ্গাপুরের পাঠানো একটি উদ্ধারকারী সাবমেরিনের মাধ্যমে রোববার সকালে তারা সাগরের ২ হাজার ৬০০ ফুট গভীরে থাকা কেআরআই নাগালা ৪০২ এর অবস্থানের সিগন্যাল পেয়েছেন।

গত বুধবার বালি উপকূল থেকে নিখোঁজ হয় কেআরআই নাগালা ৪০২। জার্মানির নির্মিত সাবমেরিনটি বালির উত্তর উপকূল থেকে ১০০ কিলোমিটার দূরে টর্পেডো মহড়ায় অংশ নিয়েছিল

শনিবার সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী বলেছিল, ‘সাবমেরিনটি এমন গভীরতায় পাওয়া গেছে যেখানে নৌকার ডুবে যাওয়ার গভীরতার চেয়েও বেশি। কেউই সাবমেরিন বিধ্বস্ত হওয়ার আগে বের হতে পারেননি ধরে নিলে কারো বেঁচে থাকার আশা করা যাচ্ছে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com