আন্তর্জাতিক ডেস্ক : নতুন করোনা ভাইরাস চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। রোববার চীনের ন্যাশনাল হেলথ কমিশন এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির হিসেবে, চীনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এছাড়া গত কয়েক সপ্তাহে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৬ জনে পৌঁছেছে।
ভাইরাসটির উৎপত্তিস্থল উহান শহররের মেয়র জানিয়েছেন, শহরে আরো এক হাজার বাসিন্দা ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে তিনি ধারণা করছেন।
ন্যাশনাল হেলথ কমিশনের মন্ত্রী মা শিয়াওয়ে জানিয়েছেন, ভাইরাসটি মানবদেহে এক থেকে ১৪ দিনের মধ্যে কাজ শুরু করে। এই সময়ের মধ্যে অন্যের মাঝে সংক্রমণ ঘটতে পারে। এর আগে সিভিয়ার অ্যাকুইট রেসপাইরেটরি সিনড্রম (সার্স) ভাইরাসের বেলায় বিষয়টি এমন ছিল না।
২০০২-০৩ সালে করোনা ভাইরাস ঘরাণার এই সার্স ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রায় ৮০০ লোকের মৃত্যু হয়।
সাংবাদিকদের কাছে শিয়াওয়ে বলেন, ‘সাম্প্রতিক মেডিকেল তথ্য অনুযায়ী, ভাইরাসটি সংক্রমণে আরো বেশি শক্তিশালী হচ্ছে’।
তিনি বলেন, ‘ছড়িয়ে পড়ার হার বাড়তে দেখা যাচ্ছে এবং প্রাথমিকভাবে রোগীদের আক্রান্ত হওয়ার চিহ্ন একেবারেই কম হওয়ায় একে নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা মুশকিল হয়ে পড়ছে’।