আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ছিল অষ্টম দফার ভোটগ্রহণ। এর মধ্য দিয়ে এক মাসের নির্বাচন মহাযজ্ঞ শেষ হলো। এখন বাংলার মসনদ কার ভাগ্যে যায় সেই অপেক্ষার পালা। আর সেটা জানা যাবে আগামী ২ মে’র ফল ঘোষণায়।
ইতিমেধ্যে ভোটের ফলাফল আসতে শুরু করেছে। সেই ফলাফলকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রীতিমতো সেয়ানে সেয়ানে টক্কর চলছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফল ইঙ্গিত দিচ্ছে, তৃতীয়বারের মতো ফের ক্ষমতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও অন্য একটি বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিয়েছে, ক্ষমতায় আসছে বিজেপি। তাই শেষ খবর জানার জন্য অপেক্ষা করতে হবে।
ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি’র এস সমীক্ষায় দেখা যায়, পশ্চিমবঙ্গের ২৯২টি আসনের মধ্যে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ১৫৬টি আসনে জয় পেতে যাচ্ছে। অন্যদিকে বিজেপি ১৩০টি আসনের বেশি পাবে না।
ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস ইন্ডিয়ার সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূল পেতে পারে ১৩০-১৫৬ আসন, বিজেপি পেতে পারে ১৩৪-১৬০ আসন। ৬৪ টি আসনে তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোটের পার্থক্য দু’শতাংশের নীচে। ফলে সেই আসনগুলি যদি একদিকে যায়, তাহলে সরকার গঠনের দিকে এগিয়ে যাবে সেই দল।
সিএনএন নিউজ ১৮-এর প্রকাশিত জরিপে দেখা গেছে, রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল, দলটি পেতে পারে ১৬২ আসন। বিজেপি পেতে পারে ১১৫ আসন। জোট পেতে পারে ১৫ আসন।
অধিকাংশ বুথফেরত সমীক্ষা অনুযায়ী, নিজেদের দাবিমতো তৃণমূল কংগ্রেস বা বিজেপি কোনও দলই ২০০ আসনের বেশি পাবে না। বরং দু’দলের মধ্যে ভোটের ব্যবধান এতটাই কম, যে কোনও সময় সমীকরণ পুরোপুরি পালটে যেতে পারে।
এবারের নির্বাচন ঘিরে টানটান লড়াইয়ের সাক্ষী থাকছে পশ্চিমবঙ্গ রাজনীতি। এবারের বিধানসভা নির্বাচন তৃণমূলের কাছে রীতিমতো চ্যালেঞ্জের ছিল। ভোটের মুখে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো একঝাঁক নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। রীতিমতো ভাঙন ধরে তৃণমূলে।