আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ভয়াবহভাবে করোনায় আক্রান্ত ও মৃত্যু হার বাড়ছে। অক্সিজেনের চরম সংকট দেখে দিয়েছে। এমন পরিস্থিতিতে মানবিকতার হাত বাড়িয়ে দিচ্ছে অনেকে। দিল্লিতে একটি মসজিদে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দিল্লির গ্রিন পার্ক মসজিদটি কোয়ারেন্টাইন সেন্টার বানানোর হয়েছে। সেখানে মেডিক্যাল সাপোর্টসহ ১০টা বেড রাখা হয়েছে। রোগীদের মাস্ক, সেনিটাইজার ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।
গ্রিন পার্ক মসজিদের ম্যানেজিং কমিটির যুগ্ম সচিব মোহাম্মদ সেলিম বলেন, ‘দিন দিন করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। মানুষ অনেক কষ্ট পাচ্ছে। এ কারণে আমরা মসজিদে কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত গ্রহণ করি। এখানে ১০টা বেড আছে। এখানে আসার জন্য আমরা মানুষের কাছ থেকে ফোন কল পাচ্ছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমার লোকজনকে ভর্তি করছি।’
তিনি আরও বলেন, ‘আমরা ওষুধ, মাস্ক, সেনিটাইজার, পিপিই’র ব্যবস্থা করেছি। আমরা তাদের খাবারেরও ব্যবস্থা করেছি। কিন্তু দুঃখজনক যে আমরা এখনও অক্সিজেনের ব্যবস্থা করতে পারিনি। তবে চেষ্টা চলছে। দ্রুতই এর ব্যবস্থা করতে পারবো।’
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৫২৩ জন। মহামারি শুরুর পর থেকে দেশটিতে প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে চার লাখের বেশি। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। এ পর্যন্ত মোট ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ১১ হাজার ৮৫৩ জন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া ডটকম