আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপর্যয়ের কারণ জানতে চেয়েছেন দলের সাবেক সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববা দুপুরে এ কথা জানিয়েছেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। কার্যত ভোট গণনাপর্বের মধ্যেই কৈলাস ভোটে বিজেপির ভরাডুবি মেনে নিয়েছেন।
টালিগঞ্জে বাবুল সুপ্রিয় এবং চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়ের পিছিয়ে থাকার ঘটনাকে ‘আশ্চর্যজনক’ বলে মন্তব্য করেছেন কৈলাস। তিনি জানান, ভোটের পূর্ণাঙ্গ ফল মেলার পর বিজেপি নেতৃত্বের পক্ষে পর্যালোচনা করা হবে।
বিধানসভা ভোটের প্রচারপর্বে রাজ্যে এসে একাধিকবার ২০০ আসনে জেতার দাবি করেছেন অমিত শাহ। কিন্তু ভোট গণনার গতিপ্রকৃতির ইঙ্গিত, ১০০ আসনেও জিততে পারবে না পদ্ম শিবির।