আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ ব্রিটেন এবার ৫০ বছরের বেশি বয়সীদের করোনাভাইরাসের তৃতীয় ডোজ দেওয়া শুরু করতে যাচ্ছে।
আগামী বসন্ত ঋতুর আগেই ক্রিসমাসের সময় করোনার হুমকি ঠেকাতে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। মঙ্গলবার (৪ মে) বার্তাসংস্থা রয়টার্স এমনটি জানিয়েছে।
ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস উইটির তত্ত্বাবধানে দুটি বিকল্পের পরীক্ষা চলছে এইমুহুর্তে। প্রথমটি মূলত নতুন ভ্যারিয়েন্টকে ঠেকাতে পারবে এমনভাবে পরিবর্তিত। দ্বিতীয়টি ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-এসট্রাজেনেকা বা মর্ডানার ৩য় ভার্সনে ইতিমধ্যে ব্যবহৃত হচ্ছে।
যুক্তরাজ্যে পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ লাখ ২৭ হাজার ৫৪৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখের বেশি মানুষ।