আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ শনিবার এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত ও ৫২ জন আহত হয়েছে। হতাহতদের অনেকেই স্কুলছাত্র। এলাকাটি শিয়া অধ্যুষিত বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক অ্যারিয়ান বিস্ফোরণের কথা স্বীকার করেছেন। তবে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গোলাম দস্তগির নাজারি বলেন, এখন পর্যন্ত ৪৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
ক্রুদ্ধ জনতা অ্যাম্বুলেন্সে হামলা চালায়, তারা এমনকি স্বাস্থ্যকর্মীদেরও প্রহার করে বলে নাজারি জানিয়েছেন। তিনি অধিবাসীদের সহযোগিতা করার অনুরোধ জানান। গত গ্রুপ এখন পর্যন্ত হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডন ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সৈন্য প্রত্যহার করার কথা ঘোষণা করার পর থেকে কাবুলে উত্তেজনা বেড়ে গেছে। আফগান কর্মকর্তারা বলছেন, তালেবান সারা দেশে তাদের আক্রমণ জোরদার করেছে।
সূত্র : আল জাজিরা