আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ গিনির একটি স্বর্ণখনিতে ভূমি ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সিগুইরি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে রোববার কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় এক কাউন্সিলর জানিয়েছেন, শনিবার তাতাকোরু গ্রামের কাছে অবস্থিত খনিটিতে ধস নামে। শনিবার বিকেলে ১৫ খনি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। এদের সবার বয়স ১৪ থেকে ৪০ বছরের মধ্যে।
সিনামান ট্রাওরে নামে এক খনি শ্রমিক জানান, তিনি স্বেচ্ছাসেবকদের তার দুই সহকর্মীকে উদ্ধার করতে দেখেছেন।
পশ্চিম আফ্রিকার এই দেশটিতে প্রায়ই খনি দুর্ঘটনা ঘটে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে একটি খনির ভূমি ধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়। এর ৯ মাস পর আরো ৯ জনের মৃত্যু হয়।