আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৪ দেশ থেকে যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত।
সোমবার (১০ মে) সংবাদ মাধ্যম খালিজ টাইমস ও রয়টার্স এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, বুধবার রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ।বাংলাদেশ ছাড়া ইউএই’র নিষেধাজ্ঞা পেয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালও। নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় এসব দেশ থেকে সেদেশে কোনো জাতীয় ও আন্তর্জাতিক ফ্লাইট প্রবেশ করতে পারবে না।
জাতীয় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সোমবার (১০ মে) এ ঘোষণা দিয়েছে। তারা বলেছে, জরুরি অবস্থা ছাড়া সবক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর থাকবে। ট্রানজিট ফ্লাইট বন্ধ থাকবে। তবে কার্গো বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর নয়।