আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে পৌঁছেছে। এর মাঝে অন্তত ১০ জন শিশু রয়েছে। এছাড়া ইসরায়েলের বিমান থেকে ফেলা বোমার আঘাতে গাজা শহরের ১৩ তলা বিশিষ্ট হানাদি টাওয়ার ধসে পড়েছে। খবর : আল জাজিরা।
১৩ তলা বিশিষ্ট ওই ভবনটি গাজা শহরের একটি আবাসিক ভবন ছিল। তবে ওই ভবনে হামাসের রাজনৈতিক নেতাদের ব্যবহৃত একটি অফিসও ছিল।
আল জাজিরার খবরে বলা হয়, সেই ভবন লক্ষ্য করে বোমা হামলা চালানো হলে তা ধসে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি হামলার আশঙ্কায় সেখানকার বাসিন্দারা আগেই ভবন ছেড়ে সরে গিয়েছিলেন।
এ হামলার পর ভবনটি ধসে পড়লে ওই ওই এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।
গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, বোমা হামলা শুরুর পর থেকে ২৮ জন নিহত এবং অন্তত ৭০০ জন আহত হয়েছে।
এদিকে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে আরব লীগ।
আরব লীগের প্রধান আহমেদ আবুল গেইত এক বিবৃতিতে বলেছেন, ‘এটি অন্যায় এবং অবিবেচনা প্রসূত আচরণ।’
অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি ফিলিস্তিনিদের তাদের ক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, ‘ইসরায়েল শুধু বলপ্রয়োগের ভাষাই বোঝে।’