1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আইটেম গানে শুট করে বাসায় গিয়ে চড় খেয়েছি : ববি কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না: ফখরুল বিনামূল্যে বিতরণের দুই ট্রাক বই জব্দ, আটক ২ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিডিআর জওয়ানরা ফুলপুরে ভারতীয় চিনি ও জিরা মজুদের অভিযোগে দুই সমন্বয়ক গ্রেপ্তার মহারাষ্ট্রে ট্রেনে অগ্নিকাণ্ডের গুজবে আতঙ্ক, নিহত ১২ শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি বিলুপ্ত বেক্সিমকোর কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ, যানবাহনে আগুন জামায়াত ও চরমোনাই পীরের ঐক্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: নজরুল ইসলাম বকশীগঞ্জে সাংবাদিক জলিল খানের মাগফিরাত কামনায় কম্বল বিতরণ

সাংবাদিক রোজিনা ইসলাম আক্রোশের শিকার, বলছে প্রথম আলো

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ মে, ২০২১

ঢাকা: সোমবার (১৭ মে) দুপুর থেকে রাত আটটা পর্যন্ত প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে আটকে রাখা ও রাতে শাহবাগ থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে সরকারি নথি সরানো ও ছবি তোলার অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে’ মামলা হয়েছে। প্রথম আলোর পক্ষ থেকে বলা হয়েছে সাংবাদিক রোজিনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আক্রোশের শিকার হয়েছেন।

এ প্রসঙ্গে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ বলেন, ‘সাম্প্রতিক সময়ে রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্রয়, নিয়োগ, দুর্নীতি, অব্যবস্থাপনা— এসব নিয়ে বেশ কিছু রিপোর্ট করেছিলেন। যার মধ্যে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির উল্লেখযোগ্য একটি রিপোর্ট ছিল। আমরা মনে করছি, এই কারণে রোজিনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আক্রোশের শিকার হয়ে থাকতে পারেন।’

প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বলেন, ‘রোজিনা স্বাস্থ্যখাতের নানা অনিয়ম আর দুর্নীতি নিয়ে বেশ কিছু রিপোর্ট করেছেন। যেগুলো সারাদেশে বেশ আলোচিত হয়েছে। আমরা জানি, গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের স্তম্ভ। গণমাধ্যম সেটা রক্ষা না করলে দেশের তথা সরকারের ক্ষতি হয়। আমি মনে করি রোজিনা যে ধরণের রিপোর্ট করেছেন, সেরকম রিপোর্ট সবারই করা উচিৎ। আমি মনে করি সরকারের মধ্যে যারা আছেন, তারা দেখবেন- কীসে তাদের ক্ষতি হচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকের স্বাধীনতা, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, সরকারের জন্য খুব প্রয়োজনীয়- এটা যেন সরকার বোঝে।’

‘এটাই আমি সরকারের সুবিচেকদের কাছে আবেদন জানাবো। রোজিনা একটা ছোট্ট বাচ্চার মা, উনি নিজেও তেমন সুস্থ না। আজকেই তিনি দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন, তাই তার প্রতি মানবিক হওয়া উচিৎ। যদি রাষ্ট্র মানবিক না হয়, তার থেকে দুঃখের আর কিছু নেই। আমরা জাতির জনকের জন্ম শতবর্ষ বছর পালন করছি, স্বাধীনতার পঞ্চাশ বছর পালন করছি। সরকারিভাবে বার বার সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হচ্ছে, স্বাধীনতার ৫০ বছরে এসে সেটা মুখে নয়, কাজে পালন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক হিসেবে আমি বলি, সংবাদপত্রের উপর নানাভাবে যে আঘাত নেমে আসছে, এটা সরকারের জন্য অন্তর্ঘাত হচ্ছে। অবিলম্বে রোজিনার মুক্তি চাই। প্রাতিষ্ঠানিকভাবে আগামীকাল (মঙ্গলবার) আমরা মুভ করবো।’

এদিকে সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান করছেন কয়েক’শ গণমাধ্যমকর্মী। অন্যদিকে তার মুক্তি দাবি করেছে সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com