শেরপুর: শেরপুর জেলা বিএনপি’র আংশিক আহ্বায়ক কমিটি স্থগিতের পর এবার বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছরের ৩ নভেম্বর দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে শেরপুর জেলা বিএনপি’র আংশিক আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো। এখন থেকে উক্ত আহ্বায়ক কমিটির কোনো কার্যকারিতা থাকবে না। অতি শিগগিরই শেরপুর জেলা বিএনপি’র কমিটি ঘোষণা করা হবে।
দলীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৩ নভেম্বর আগের কমিটি বিলুপ্ত করে আলহাজ্ব হযরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম-আহ্বায়ক করে জেলা বিএনপি’র আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটি দ্রæত পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে রূপান্তরের পাশাপাশি উপজেলাগুলোতেও নতুন করে কমিটির গঠনের কথা ছিল। কিন্তু জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি দুই মাস না পেরুতেই গত ২ জানুয়ারি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়। এর ২০ দিন পর ২২ জানুয়ারি স্থগিত করা শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।