ঢাকা: সরকারি নথি সরানোর অভিযোগে দায়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মে) ২টা ৪০ মিনিটে রোজিনা ইসলামকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়। কারগারের প্রধান ফটকে দায়িত্বে থাকা কারারক্ষী হান্নান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রোজিনা ইসলামকে ভেতরে নেওয়া হয়েছে। এছাড়া রোজিনা ইসলামের জন্য কাপড়সহ অন্যান্য জিনিস স্বজনদের কাছ থেকে নেওয়া হয়েছে।’
এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ২০মে তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।
এসময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু ও নিকট আত্মীয়দের দেখা যায়।
মনিরুল ইসলাম মিঠু বলেন, ‘রোজিনার শারিরীক অবস্থা ভালো না। তার সঙ্গে আজ সকালে কোর্টে শেষ দেখা হয়েছে। আমাদের একমাত্র মেয়ে আলভিনা ইসলাম (৯) কখনো মাকে ছাড়া ঘুমায়নি। সে খুব কাঁদছে। গতরাতে একটুও ঘুমায়নি।’
উল্লেখ্য, সোমবার (১৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিবের পিএস সাইফুল ইসলামের রুমে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে ওই রুমে আটকে রাখা হয়। সেসময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এক পর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পুলিশে হেফাজতে নেওয়া হয়।