শেরপুর : শেরপুর জেলা কারাগারে মাদক মামলায় বন্দি থাকা মনি পাল (৩৮) নামে এক যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার (১৯ মে) সকালে এ ঘটনা ঘটে। সে শেরপুর শহরের গৃর্দা নারায়ণপুর এলাকার মৃত অমূল্য পালের ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, গত ১১ মে মাদক আইনের একটি মামলায় আদালতের নির্দেশে ওই যুবককে কারাগারে প্রেরণ করা হয়। মনি পাল কারাগারে আসার পর থেকেই অসুস্থ ছিল। ওই অবস্থায় গত ১৭ মে সে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তার অবস্থার অবনতি হলে পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মনি পাল মারা যায়।